ডাকাতি মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি আমিনুল লিটন’কে ১৪ বছর পর গ্রেফতার করেছে র্যাব।
সোমবার (৪ মার্চ) বিকেলে সাড়ে ৪টায় নগরীর আকবরশাহ থানাধীন উত্তর কাট্টলী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার বলেন, ডাকাতির মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আমিনুল ওরফে লিটন গ্রেপ্তার এড়াতে গত ১৪ বছর ধরে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিল।
পরে গোপন সংবাদের ভিত্তিতে নগরীর আকবরশাহ থানাধীন উত্তর কাট্টলী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
তাকে শেরপুর জেলার নকলা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানা তিনি।