চট্টগ্রামে অনির্দিষ্টকালের জন্য পেট্রোল পাম্প বন্ধ ঘোষণা
সিবাংলানিউজ প্রতিবেদক : চট্টগ্রামে অনির্দিষ্টকালের জন্য জ্বালানি তেল উত্তোলন ও পরিবহন বন্ধের ঘোষণা দিয়েছে বাংলাদেশ পেট্রোল পা¤প মালিক সমিতি ও বাংলাদেশ ট্যাংকলরি ওনার্স অ্যাসোসিয়েশন। ৩ সেপ্টেম্বর রবিবার সকাল থেকে এই ঘোষণা কার্যকর হবে।
তিন দফা দাবিতে এই কার্যক্রম ঘোষণা করেছে বাংলাদেশ পেট্রোল পা¤প মালিক সমিতি ও বাংলাদেশ ট্যাংকলরি ওনার্স অ্যাসোসিয়েশন। এতে চট্টগ্রামের পেট্রোল পা¤পগুলোতে জ্বালানি তেলের সংকট তৈরি হবার সম্ভাবনা দেখা দিয়েছে।
শনিবার (২ সেপ্টেম্বর) বিকেলে এ তথ্য জানান বাংলাদেশ পেট্রোল পা¤প মালিক সমিতির সাধারণ স¤পাদক মো. মিজানুর রহমান রতন। তিনি বলেন, আমাদের দাবিগুলো বেশ পুরনো। গত ৮ বছর ধরে আমরা দাবিগুলো জানিয়ে আসছি। আমরা আমাদের কাজ বন্ধ রাখার ঘোষণা দিলে পেট্রোলিয়াম কর্পোরেশন বা সংশ্লিষ্ট মন্ত্রণালয় আমাদের শুধু আশ্বাস দেয়।
কিন্তু আমাদের দাবিগুলো কখনো বাস্তবায়ন হয়নি। এখন কর্তৃপক্ষ বলছে, চলতি মাসের মধ্যে আমাদের সব দাবি বাস্তবায়ন করে দেবে। কিন্তু সেটাতে আমরা আস্থা রাখতে পারছি না। তাই বাধ্য হয়ে আমরা কর্মসূচির ঘোষণা দিয়েছি।
তিনি বলেন, আমাদের দাবি হচ্ছে-জ্বালানি তেল বিক্রির ওপর প্রচলিত কমিশন কমপক্ষে ৭ দশমিক ৫ শতাংশ করা, জ্বালানি তেল পরিবহনকারী ট্যাংকলরির অর্থনৈতিক জীবনকাল ৫০ বছর করা, জ্বালানি তেল ব্যবসায়ীদের কমিশন এজেন্ট হিসেবে গেজেট প্রকাশ করা।
তিনি আরো বলেন, জ্বালানি তেলের দাম কয়েক দফায় বাড়ানো হয়েছে। কিন্তু আমাদের কমিশন কমিয়ে দেওয়া হলো। তেলের দাম যদি বাড়ানোই হয় তাহলে আমাদের কমিশনও বাড়ানো হোক। সত্যি বলতে আমাদের বিনিয়োগ বেড়ে গেছে। কাজেই আমাদের কমিশনও বাড়াতে হবে। এখন দেখি কর্তৃপক্ষ কি সিদ্ধান্ত দেয়। তারা যখনই যৌক্তিক সিদ্ধান্ত দেবে আমরা সাথে সাথে আমাদের কার্যক্রম শুরু করে দেব।
তবে একটি সূত্র জানিয়েছে, চট্টগ্রামে তেলের ডিপোগুলো গত শুক্রবার থেকে বন্ধ রয়েছে। আগামীকাল থেকে জ্বালানি তেল উত্তোলন ও পরিবহন বন্ধ থাকলে চট্টগ্রামের পেট্রোল পা¤প গুলোতে সংকট দেখা দেবে। এতে করে ব্যবহারকারীদের ভোগান্তিতে পড়ার সম্ভাবনা রয়েছে।
এ বিষয়ে জানতে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের মহাব্যবস্থাপক (বাণিজ্য ও অপারেশন) মুস্তফা কুদরত-ই-ইলাহীর মুঠোফোনে একাধিকবার কল দেওয়া হলেও তিনি ফোন রিসিভ করেননি।